ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফটিকছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফটিকছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার

উদ্ধার হওয়া লজ্জাবতী বানর

চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো এলাকা থেকে একটি বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন লজ্জাবতী বানর উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, হেঁয়াকো ইউনিয়নের পূর্ব সোনাইপাড়া গ্রামে হঠাৎ করে লজ্জাবতী বানরটিকে দেখতে পান স্থানীয়রা। বানরটি দিক হারিয়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিল। পরে স্থানীয়রা বানরটিকে উদ্ধার করে।

বুধবার বিকেলে বানরটিকে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


রেজাউল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়