ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নেই রামেক হাসপাতালে’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নেই রামেক হাসপাতালে’

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আপাতত চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নেই।

বুধবার (১ এপ্রিল) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, করোনাভাইরাস পরীক্ষায় রাজশাহী মেডিক্যাল কলেজে ল্যাব স্থাপন করা হয়েছে। করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে হাসপাতালও প্রস্তুত। এখন হাসপাতালে চিকিৎসা সংশ্লিষ্টদের জন্য ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) আছে ৪ হাজার ৪০০ পিস। ২ হাজার ২৭৫ নিরাপত্তা চশমা, ২০ হাজার মাস্ক, ২৫ হাজার ক্যাপ ও ২৫ হাজার গ্লাভস মজুদ আছে।

সাইফুল ফেরদৌস বলেন, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম আছে। প্রয়োজন হলে আরো আনা হবে। প্রতিটি ওয়ার্ডে নার্স ও চিকিৎসকদের প্রয়োজনীয় নিরাপত্তা পোশাক দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- করোনা বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. আজিজুল হক আজাদ।

তিনি রাজশাহীবাসীর উদ্দেশে বলেন, কেউ আতঙ্কিত হবেন না। আমাদের দেওয়া নম্বরগুলোতে কল করুন। আমাদের কাছ থেকে পরামর্শ নিন। আমরা প্রস্তুত আছি। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। সেখানে ৫ জন চিকিৎসকের আলাদা টিম করে দেওয়া হয়েছে।

প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়ে ডা. আজাদ বলেন, ১ কোটি ১০ লাখ ঢাকাফেরত মানুষ এখন দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন। নিজেদেরসহ পরিবার ও সমাজের স্বার্থে সবাইকে আরো অন্তত সাত দিন ঘরের ভেতরেই থাকতে হবে। এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। করোনাভাইরাসে আক্রান্ত একজন অন্তত তিনজনকে ইনফেকটেড করতে সক্ষম।

রাজশাহীতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি।

 

রাজশাহী/তানজিমুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়