ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাল মজুদ করে মূল্য বৃদ্ধি, ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৮, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাল মজুদ করে মূল্য বৃদ্ধি, ৪ লাখ টাকা জরিমানা

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যেও চাল মজুদ করে মূল্য বৃদ্ধি করার দায়ে টাঙ্গাইলে চার চাল কলের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার।

এ সময় টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-৩) কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত উপস্থিত ছিলেন।

ইউএনও অঞ্জন কুমার সরকার জানান, র‌্যাবের সহায়তায় উপজেলার কালিদাসপাড়া, কদমতলী, হরিপুর ও ব্রাহ্মণশানস এলাকার চারটি রাইস মিলে অভিযান চালানো হয়।

এগ্রোবাংলা, পপুলার, শুভেচ্ছা ও সৌরভ অটো রাইস মিলের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এসব মিলের মালিকরা এই দুর্যোগময় সময়ে অবৈধভাবে খাদ্যশস্য মজুদ করে দাম বৃদ্ধি করছিল। মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সিফাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়