ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে আইসোলেশনে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত নন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩১, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে আইসোলেশনে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত নন

চট্টগ্রামে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যাওয়া নারীর দেহে করোনা ভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।

তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

এর আগে নগরীর ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)তে আইসোলেশনে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে এই নারী মারা যান।

সিভিল সার্জন জানান, গতকাল চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর দেহে করোনার কোন সংক্রমণ পাওয়া যায়নি। এই নারী আগে থেকেই হাঁপানি, ডায়াবেটিসসহ বার্ধক্যজণিত নানা রোগে ভুগছিলেন। করোনা সন্দেহে তাকে আইসোলেশনে রাখা হলেও তিনি করোনা আক্রান্ত ছিলেন না। করোনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়