ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৭, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়নাল আবেদিন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) ভোররাতে জেলার বালিয়াডাঙ্গীর চোষপাড়া সীমান্তের এস ৩৭৯ নম্বর পিলারের সন্নিকটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল শহীদ।

নিহত জয়নাল আবেদিন রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিমের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, জয়নাল বিয়ে করেছে ভারতের পানজিপাড়া গ্রামে। চোচপাড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন তিনি। বৃহস্পতিবার ভোরবেলা শ্বশুরবাড়ি যাওয়ার সময় বিএসএফের সদস্যরা টের পেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান জয়নাল। এরপর তার লাশ তুলে নিয়ে যায় তারা বিএসএফ।

লে. কর্নেল শহীদ জানান, সীমান্তে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

 

হিমেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়