ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সখীপুরে একজন আইসোলেশনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সখীপুরে একজন আইসোলেশনে

টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে তাকে সখীপুর সরকারি মুজিব কলেজে গঠিত আইসোলেশনে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ওই ব্যক্তি সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের একটি কারখানায় চাকরি করেন।

জানা যায়, গত মঙ্গলবার রাতে ওই ব্যক্তি জ্বর নিয়ে গাজীপুর থেকে বাড়িতে ফেরেন। বুধবার তার জ্বর, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। ইউএনও’র পরামর্শে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে তাকে আইসোলেশনে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘এ ঘটনায় ওই ব্যক্তির পরিবারসহ আশপাশের আটটি পরিবারকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘ওই ব্যাক্তিটি জ্বর, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত। পরে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।'

 

টাঙ্গাইল/ সিফাত/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়