ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাসপাতাল থেকে পালালেন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রোগী 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসপাতাল থেকে পালালেন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রোগী 

করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক রোগী পালিয়ে গেছেন।

তিনি হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই রোগী করোনা সংক্রমিত কিনা, তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছিলেন চিকিৎসকরা। নমুনা সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকরা তাকে খুঁজে পাননি।

অধ্যক্ষ জানান, রোগীটি নিয়ম মতো ছাড়পত্র না নিয়ে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন। কীভাবে পালালেন তা ওয়ার্ডের কেউ বলতে পারেননি।

ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।


তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়