ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

প্রবাসীর পরিবারের ৯ সদস্য কোয়ারেন্টাইনে

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৬, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রবাসীর পরিবারের ৯ সদস্য কোয়ারেন্টাইনে

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার একটি গ্রামে এক দুবাই প্রবাসীর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই পরিবারের পাঁচজন মহিলা, দুইজন পুরুষ, দুটি শিশুকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল ওই প্রবাসীর বাড়ি লকডাউন ঘোষণা করেন।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম জানান, গত ২২ মার্চ ওই পরিবারের একজন সদস্য দুবাই থেকে দেশে আসেন। এর মধ্যে পরিবারের কয়েকজন সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়েছে-  এমন তথ্যের ভিত্তিতে দুপুরে অ্যাম্বুলেন্স পাঠিয়ে নয় সদস্যকে হাসপাতালে আনা হয়। তবে ওই প্রবাসী বাড়ির বাইরে থাকায় তাকে আনা সম্ভব হয়নি। তাকে খুজতে স্থানীয় প্রশাসন কাজ করছে।

তিনি জানান, ওই সদস্যদের পৌরসভার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টারে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, লকডাউনকৃত বাড়িটি প্রশাসনের নজরদারিতে রয়েছে। এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।


সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়