ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বাগেরহাটে গৃহবধূ হত্যা: ননদ-ভাবি গ্রেপ্তার

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪২, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে গৃহবধূ হত্যা: ননদ-ভাবি গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় গৃহবধূ ইতি বেগম হত্যা মামলার আসামি সানজিদা বেগম এবং শারমিন বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীররাতে চিতলমারী থানা পুলিশ উপজেলার কুনিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।

এদের মধ্যে সানজিদা বেগম নিহত ইতি বেগমের ভাসুর হাফিজুর ইসলামের স্ত্রী। শারমিন বেগম হলেন ইতি বেগমের শ্বশুর কুনিয়া গ্রামের সদর আলী মীরের মেয়ে। তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে বুধবার রাতে ইতি বেগমের মা লাইলী বেগম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে চিতলমারী থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার রাতের কোনো এক সময় সদর আলী মীরের বাড়িতে জবাই করে হত্যা করা হয় ইতি বেগমকে। পরে বুধবার দুপুরে ওই বাড়ি থেকে ইতি বেগমের মরদেহ উদ্ধার করে চিতলমারী থানা পুলিশ।

তদন্ত কর্মকর্তা এসআই তারেক বলেন, নিহত ইতি বেগমের মায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তারা তাদের আদালতে সোপর্দ করেছেন। এজাহার নামীয় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়