ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেহেরপুরের সেই রোগী করোনায় আক্রান্ত নন, লকডাউন প্রত্যাহার

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেহেরপুরের সেই রোগী করোনায় আক্রান্ত নন, লকডাউন প্রত্যাহার

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকা সেই রোগীর শরীরে করোনাভাইরাস নেই। নমুনা পরীক্ষা করে এ তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর। তার বাড়িসহ আশপাশের ১০ বাড়ির লকডাউন প্রত্যাহার করেছে প্রশাসন।

শুক্রবার (৩ এপ্রিল) গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াজুল আলম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আইইডিসিআরে ওই রোগীর শরীরের নমুনা পরীক্ষার প্রতিবেদনে কোভিড-১৯ নেগেটিভ পাওয়া গেছে। আজ দুপুরে আমরা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি।’

এদিকে, গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেছেন, ‘নমুনা পরীক্ষার রিপোর্টে আমরা স্বস্তি পেয়েছি। স্বাস্থ্য বিভাগের পরামর্শে ওই রোগীর বাড়িসহ আশপাশের বাড়ির লকডাউন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গাংনীর ৫২ বছর বয়সী এক ব্যক্তি কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সন্দেহে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্থানীয় চিকিৎসকরা তাকে চিকিৎসাসেবা দিচ্ছিলেন না। ওই ব্যক্তিকে মঙ্গলবার রাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার তাকে আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে এ পাঠায় স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি তার বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়।

আরো পড়ুন :


মেহেরপুর/মহাসিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়