ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুবিতে তৈরি হচ্ছে বিশ্বমানের হ্যান্ড স্যানিটাইজার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুবিতে তৈরি হচ্ছে বিশ্বমানের হ্যান্ড স্যানিটাইজার

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের ল্যাবে তৈরি করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফার্মেসি বিভাগে তৈরি হচ্ছে বিশ্বমানের হ্যান্ড স্যানিটাইজার। খুলনা জেলা প্রশাসন ও ইউএনডিপির সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ফর্মুলায় এসব তৈরি করা হচ্ছে।

খুবির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশীষ কুমার দাশের নেতৃত্বে ১০ জন শিক্ষক ও ২০ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত দল দুটি ল্যাবে এ কার্যক্রম চালাচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) প্রথম ধাপে তারা ১০০ মিলি লিটারের সাড়ে ছয় হাজার বোতল স্যানিটাইজার তৈরি করেন।

খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং এ কর্মসূচির প্রধান সমন্বয়ক মো. ইকবাল হোসেন জানিয়েছেন, এসব হ্যান্ড স্যানিটাইজার ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্বাস্থ্যকর্মী ও গ্রাম পুলিশসহ যারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।


খুলনা/নূরুজ্জামান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়