ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৭, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাধনা রানী (৪৫) ও তার ছেলে উৎপল কুমার (১৮)। তাদের বাড়ি কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে।

জমিতে কিটনাশক দেওয়ার সময় বিদ্যুৎতের তারে জডিয়ে কলেজ ছাত্র উৎপল কুমার (১৮) ও মা সাধনা রানী (৪৫) ঘটনাস্থলে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উৎপল বিকেলে প্রতিবেশী মনি মিয়ার জমিতে কিটনাশক প্রয়োগ করছিলেন। হঠাৎ জমির পাশে ইটভাটার অবৈধ বিদ্যুৎ সংযোগে তিনি স্পৃষ্ট হন। রাত ৯টা পর্যন্ত সে বাড়ি না ফেরায় তার মা খুঁজতে যান। তিনি জমিতে উৎপলকে পড়ে থাকতে দেখে তুলতে যান। তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্টে নিহত হন। পুলিশ ঘটনান্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদ রানা জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্ততি চলছে।

 

গাইবান্ধা/সিদ্দিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়