ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘সহায়তার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা’

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সহায়তার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষ কিছুটা দুর্ভোগে পড়েছে।

এ জন্য সরকার তাদের সব রকম সহায়তা করে যাচ্ছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি সহায়তার নামে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছে। যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৪ এপ্রিল) সকালে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এ সব কথা বলেন। এময় তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বাঙালি জাতির কঠিন পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা রয়েছে। আমার বিশ্বাস, সাময়িক এই সংকট কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়াবে শেখ হাসিনার বাংলাদেশ।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মাযহারুল আলম সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার।



কুষ্টিয়া/কাঞ্চন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়