ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ময়মনসিংহে কোয়ারেন্টাইন থেকে ৩৭ জনের ছাড়পত্র

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে কোয়ারেন্টাইন থেকে ৩৭ জনের ছাড়পত্র

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন থেকে আরো ৩৭ জন ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে নতুন করে সাতজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ নিয়ে মোট ১ হাজার ২৬৩ জন কোয়েন্টাইন থেকে মুক্ত হলেন। আর  হোম কোয়ারেন্টাইনে থাকলেন ১ হাজার ৪৭ জন।

শনিবার  (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মসিউল আলম।

তিনি বলেন, ছাড়পত্র পাওয়া ৩৭ জনই বিদেশফেরত। তাদের শরীরে করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ দেখা যায়নি। অতিরিক্ত সতর্কতার কারণে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়।

সম্প্রতি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, ইতালি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে ময়মনসিংহের প্রায় তিন মানুষ ফিরে এসেছেন। তাদের প্রায় সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

 

মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়