ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিয়ের অনুষ্ঠান করে অর্থদণ্ড দিলেন কনের বাবা

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিয়ের অনুষ্ঠান করে অর্থদণ্ড দিলেন কনের বাবা

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের অনুষ্ঠান করে অর্থদণ্ড দিতে হয়েছে কনের বাবাকে।

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম ঘটানোয় বিয়ের অনুষ্ঠানেই কনের বাবা অর্থদণ্ডের সম্মুখীন হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের পাত্রীর সঙ্গে এক লন্ডনপ্রবাসী পাত্রের বিয়ের দিন ধার্য্য ছিল শুক্রবার (৩ এপ্রিল)। জনসমাগমের মাধ্যম বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ জনের সমাগম দেখতে পান।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করে এতো লোক সমাগম করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত জানান, সরকারি নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক অবহেলাজনিত কার্য্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে এমন অপরাধের প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করে এমন কাজ করবেন না মর্মে তিনি অঙ্গীকারনামাও প্রদান করেছেন।

অভিযানকালে জগন্নাথপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।

 

আল আমিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়