ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কর্মহীনদের খাদ্য সহায়তা দিতে রাজশাহী ডিসির হটলাইন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্মহীনদের খাদ্য সহায়তা দিতে রাজশাহী ডিসির হটলাইন

করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সহায়তা দিতে হটলাইন খুলেছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। খাদ্য সহায়তা না পেলে তার দপ্তরের নম্বরে ফোন করার আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে করোনায় কর্মহীনদের প্রতি এ আহবান জানান।

ফেসবুকে তিনি লিখেছেন, প্রিয় রাজশাহী বাসী, খাদ্য সহায়তা প্রয়োজন এমন কোন পরিবার এখন পর্যন্ত সরকারি/বেসরকারি খাদ্য সহায়তা না পেলে নিম্নোক্ত নম্বরে নাম ঠিকানা ও মোবাইল নম্বরসহ কল বা এসএমএস করুন। জেলা প্রশাসন আপনার পাশেই আছে। মোবাইল নং- ০১৭১৭৬০৯০৫৩।

জেলা প্রশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, রাজশাহীতে পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। কেউ অনাহারে থাকবে না। মধ্যম শ্রেণির পরিবারের যারা লাইনে দাঁড়িয়ে খাবার নিতে পারবেন না বা যারা চাইতে পারেন না তারাও জেলা প্রশাসকের দপ্তরের ফোন করলেই খাবার পৌঁছে যাবে, তাদের বাড়িতে।

নম্বরটি প্রকাশ করার পর কয়েকজন এসএমএস পাঠান। ২০ মিনিটের মধ্যে তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে যায় বলেও জেলা প্রশাসনের দপ্তর থেকে জানা গেছে।

 

রাজশাহী/তানজিমুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়