ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চিকিৎসকদের পিপিই দিলো মজিদ মোল্লা ফাউন্ডেশন

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসকদের পিপিই দিলো মজিদ মোল্লা ফাউন্ডেশন

নরসিংদীতে কর্মরত সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) দিয়েছে আব্দুল মজিদ মোল্লা ফাউন্ডেশন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা।

এ সময় নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান, সদর  হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দ আমীরুল হক শামীম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশেনের জেলা শাখার সভাপতি ডা. সাজেদুল হক অপু, সাধারণ সম্পাদক ডা. মোজাম্মেল হক কমল প্রমুখ উপস্থিত ছিলেন।

নরসিংদীর ৫০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে মজিদ মোল্লা ফাউন্ডেশন। সরকারের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে বিতরণ করা হবে এসব খাদ্য সামগ্রী।


নরসিংদী/হানিফ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়