ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রংপুরে চিকিৎসকদের পিপিই দিলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে চিকিৎসকদের পিপিই দিলো ওয়ালটন

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) দিয়েছে দেশের ইলেক্ট্রনিক জায়ান্ট ওয়ালটন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রমেক হাসপাতালের বিভিন্ন ইউনিটের চিকিৎসকদের হাতে এসব পিপিই তুলে দেওয়া হয়। ৩০০ শতাধিক পিপিই পেয়ে ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসকরা।

এ সময় ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (উৎপাদন) আপেল মাহামুদ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ফারহান সাদিক অনিক ও সহকারী পরিচালক আশিকুল ইসলাম। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের ডা. পাভেল, ডা. বিমল চন্দ্র, ডা. আহমেদ ইসতিয়াক ও ডা. রিকি প্রমুখ।

চিকিৎসকরা বলেছেন, এই দুর্যোগের সময় ওয়ালটন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিয়ে ওয়ালটন সঠিক সময়ে সঠিক কাজ করেছে। কারণ, করোনা মোকাবিলায় চিকিৎসকদের সুরক্ষা জরুরি।

এর আগে গাইবান্ধা এবং পরে লালমনির হাট জেলার চিকিৎসকদের কাছে পিপিই সরবরাহ করে ওয়ালটন।

 

রংপুর/নজরুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়