ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিকেল ৫টার পর ওষুধ ছাড়া সব দোকান বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকেল ৫টার পর ওষুধ ছাড়া সব দোকান বন্ধ

সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে রোববার (৫ মার্চ) থেকে সিলেটে ওষুধের দোকান ছাড়া বাকি সব দোকান বিকেল ৫টার পর বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (৪ মার্চ) জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকা সত্বেও কেউ কেউ বিনা প্রয়োজনে বাইরে বের হচ্ছেন এবং বিভিন্ন দোকান পাটে ভিড় করছেন।

সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে রোববার (৫ মার্চ) থেকে ওষুধের দোকান ব্যতীত সব ধরনের দোকান বিকেল ৫টার পর বন্ধ রাখতে হবে।

শুধুমাত্র কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, সার, বীজ ও কীটনাশকের দোকান সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সিলেট/নোমান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়