ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নোয়াখালীর বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ালটনের পিপিই বিতরণ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালীর বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ালটনের পিপিই বিতরণ

করোনাভাইরাস মোকাবিলা ও চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে নোয়াখালীর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) দিয়েছে ওয়ালটন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গিয়ে চিকিৎসকদের হাতে এসব পিপিই তুলে দেওয়া হয়।

সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই গ্রহণ করেন ডা. নাজিহা সাবাহ্, ডা. শারমিন ফওজিয়া, ডা. মো. রিয়াজ উদ্দিন, ডা. তামরিনা পারভিন ও ডা. নাজিফা তাসনীম।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল কাদের সজীব, ডা. মিলকন মাহমুদ ও ডা. আরিফা আমিন সিনথিয়া।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই গ্রহণ করেন ডা. খালেদা আক্তার, ডা. মো. ফজলুল হক, ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, ডা. সানজিদা রহমান জ্যোতি, ডা. মো. সাইফ উদ্দিন রাফি ও ডা. এ্যানি দে।

কোম্পানীগনজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম।

ওয়ালটন গ্রুপের প্রতিনিধি হিসেবে রাইজিংবিডি ডটকমের নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজন বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে চিকিৎসকদের হাতে পিপিই তুলে দেন।

নোয়াখালীর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদেরকে পিপিই দেওয়ায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানান তারা।


নোয়াখালী/সুজন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়