ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রাক-অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসছেন গার্মেন্টস কর্মীরা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাক-অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসছেন গার্মেন্টস কর্মীরা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে  ট্রাক ও অ্যাম্বুলেন্সে করে গার্মেন্টস কর্মীরা ঢাকায় আসছেন।

যে যেভাবে পারছেন কর্মস্থলে ফিরতে ঢাকার উদ্দেশ্যে এলাকা ছাড়েন। শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় থেকে কয়েকজনে সঙ্গে কথা বলে জানা যায়, নিজ বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশা করে অথবা পায়ে হেঁটে লোকজন সেখানে জমায়েত হন। পরে তারা ট্রাক অথবা অ্যাম্বুলেন্সে করে জনপ্রতি ৫০০ থেকে এক হাজার টাকা ভাড়ায় ঢাকা আসছেন।

আবার কয়েকজন মিলে ১০ থেকে ১২ হাজার টাকা দিয়ে মাইক্রোবাস বাড়া করে ঢাকা রওনা হচ্ছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক অ্যাম্বুলেন্স চালক বলেন, অনেক ঝুঁকি নিয়ে গাড়ি বের করতে হচ্ছে। এখন গেলে ভাড়া বেশি পাওয়া যাবে। আমাদেরও তো সংসার চালাতে হবে।’

কাজল বেগম নামে এক গার্মেন্টস কর্মী বলেন, ‘ঘরে বসে বসে আর কতদিন চলব। ঢাকায় যেতে না পারলে চাকরি চলে যাবে। তখন আরো বিপদে পড়বো। কাজ না থাকলে জীবন বাঁচবে কীভাবে।’

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, তারা কঠোর অবস্থান রয়েছেন। সড়কে গাড়ি পেলেই জব্দ করা হবে। যাত্রী নেওয়ার চেষ্টা করায় শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের সাতটি গাড়ি জব্দ করা হয়েছে। আজ সকাল থেকেও অভিযান চলছে।

 

হবিগঞ্জ/মামুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়