ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই দিল ওয়ালটন

হিমেল তালুকদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই দিল ওয়ালটন

করোনা পরিস্থিতি মোকাবিলায় ধারাবাহিক নানা কর্মসূচির অংশ হিসেবে ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ঠাকুরগাঁওয়ে সরকারি হাসপাতালে পিপিই দিয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট) দেওয়া হয়।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ওয়ালটন কর্মকর্তাদের কাছ থেকে ১৯ সেট পিপিই গ্রহন করেন হাসপাতালটির মেডিকেল অফিসার ডা. সাবরিনা রহমান।

এসময় ওয়ালটনের পক্ষে প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর (প্রডাকশন) প্রকৌশলী আপেল মাহমুদ, এসিসটেন্ট ডিরেক্টর প্রকৌশলী আশিকুর রহমান ও সিনিয়র ডেপুটি এসিসটেন্ট ডিরেক্টর প্রকৌশলী ফারহান সাদিক অনিক উপস্থিত ছিলেন।

ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী আপেল মাহমুদ জানান, প্রতি পিস পিপিই সেটের মধ্যে একটি অ্যাপ্রোন বা গাউন, তিনটি সার্জিক্যাল মাস্ক, দুই জোড়া হ্যান্ড গ্ল্যাভস, এক জোড়া বুট কাভার ও এক জোড়া হেড কাভার রয়েছে। দেশের এই দুর্যোগময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওয়ালটনর এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ঠাকুরগাঁও/হিমেল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়