ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খাদ্য নেই মানসিক রোগী, পশু-পাখির: আছে হৃদয়বান মানুষ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাদ্য নেই মানসিক রোগী, পশু-পাখির: আছে হৃদয়বান মানুষ

করোনার সংক্রমণ প্রতিরোধে জনসমাগম বন্ধ, অফিস-আদালতের পাশাপাশি বন্ধ রয়েছে হোটেল-রেস্তোরাঁও। তাতে যেমন খাবার জুটিছেনা পশু-পাখির, তেমনি অবস্থা মানসিক ভারসম্যহীন মানুষদেরও।

আর এদের জন্য খাবার দিত ঝালকাঠিতে এগিয়ে এসেছে একদল হৃদয়বান মানুষ, তারা সাংবাদিক। রোববার সকাল থেকে ঝালকাঠির বেশকিছু রাস্তাঘাট ঘুরে মানসিক ভারসাম্যহীন পথচারী এবং কুকুর ও কাক-শালিখসহ বিভিন্ন পাখির মাঝে খাবার বিতরণ শুরু করেছে ‘ঝালকাঠি সময়’ নামে একটি স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা।

শহরের সিটি পার্কের এলাকা থেকে শুরু করে থানা রোড, কালিবাড়ি বাজার রোড, পৌরপার্ক ও ডিসিপার্ক এলাকায় ঘুরে বেড়ানো অসংখ্য কুকুর ও পাখিকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, খাবার দেওয়া মানসিক ভারসাম্যহীন মানুষদেরকেও।

ঝালকাঠি সময় সম্পাদক এবং বার্তা বিভাগে কর্মরত সাংবাদিকরা নিজের মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে খাবার বিতরণ করেন তাদের।

ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায় জানান, সাংবাদিক রতন আচার্য্য, খায়রুল ইসলাম, ফারজানা ববি নাদিরাকে নিয়ে এ কাজ শুরু হয়েছে। তবে কেবল সাংবাদিকই নয়, সমাজের সচ্ছল ব্যক্তিদের করোনা পরিস্থিতিতে এই অসহায় প্রাণিগুলোর পাশে দাঁড়াতে আহ্বান জানান পলাশ রায়। বলেন, করোনা পরিস্থিতিতে জেলা শহরে এ কাজ অব্যাহতভাবে চালিয়ে যাবেন তারা।


ঝালকাঠি/অলোক সাহা/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়