ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিরামপুর হাসপাতালে পিপিই দিলো ওয়ালটন

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিরামপুর হাসপাতালে পিপিই দিলো ওয়ালটন

চলমান কোডিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসাসেবা অব্যাহত রাখতে ওয়ালটনের পক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সারা দেশে ৫ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ রোববার (৫ এপ্রিল) দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি পিপিই দেওয়া হয়েছে।

দুপুর ২টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সোলায়মান হোসেন মেহেদী ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর (প্রডাকশন) প্রকৌশলী আপেল মাহমুদের কাছে থেকে পিপিই গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রকৌশলী আশিকুর রহমান, সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রকৌশলী  ফারহান সাদিক আনিক।

পঞ্চগড়, ঠাঁকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় পিপিই দেওয়া হয়েছে বলে জানান আপেল মাহমুদ।


মোসলেম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়