ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত

সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পেশায় চিকিৎসক ওই ব্যক্তির বয়স ৪৫-৫০ বছরের এর মধ্যে।

রোববার সন্ধ্যায় ওই ব্যক্তির পজিটিভ রিপোর্ট আসে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা.  প্রেমানন্দ মন্ডল।

তিনি জানান, ওই চিকিৎসক নিজের বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। এর বাইরে তিনি আর কিছু জানাতে রাজি হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান জানান,  আইইডিসিআরের সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় যে ১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্তের কথা বলা হয়েছে, তার মধ্যে সিলেটের ওই চিকিৎসক রয়েছেন।

ওই চিকিৎসকের করোনাভাইরাসের পজেটিভ রিপোর্ট আসার পরপরই তার বাসা লকডাউন করে রাখা হয়েছে বলে জানান তিনি।


সিলেট/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়