ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কুমিল্লায় চিকিৎসকদের পিপিই দিলো ওয়ালটন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় চিকিৎসকদের পিপিই দিলো ওয়ালটন

করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের স্বাস্থ‌্য সুরক্ষা দিতে কুমিল্লার ময়নামতি, চান্দিনা ও চৌদ্দগ্রামে পিপিই দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

রোববার (৫ এপ্রিল) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের জন্য ১০০টি পিপিই দেওয়া হয়।

হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাত হোসেনের পক্ষে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আফজল বারী পিপিই গ্রহণ করেন।

পরে দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং নার্সদের জন্য ২৭টি পিপিই দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিব এবং আরএমও ডা. গোলাম কিবরিয়া তখন উপস্থিত ছিলেন।

এর আগে জেলার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং নার্সদের জন্য ২৭টি পিপিই তুলে দেওয়া হয়।

হাসপাতালের পক্ষ থেকে ওয়ালটনের প্রতিনিধিদের পিপিই দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়।


ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়