ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ছুটি বাড়লেও বাসায় থাকবেন মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছুটি বাড়লেও বাসায় থাকবেন মাসুদুজ্জামান

গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজার এলাকার একটি পোশাক কারখানায় ফিনিশিং বিভাগে চাকরি করেন মো. মাসুদুজ্জামান।

বোর্ড বাজারে ভাড়া থেকে তিনি এবং স্ত্রী দুইজনেই পোশাক কারখানায় কর্মরত। দেশে করোনাভাইরাস সংক্রমণরোধে কারখানা ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দিলে তারা গ্রামের বাড়ি চলে যান। আজ রোববার কারখানা খোলার দিন থাকায় শনিবার রাতে বোর্ড বাজারের ভাড়া বাসায় ফেরেন। সকালে কারখানায় গিয়ে দেখেন ফের ১১ এপ্রিল পর্যন্ত ছুটির নোটিশ।

প্রতিমাসের ন্যায় তার স্ত্রীর বেতন ৭ তারিখে এবং তার বেতন ১০ তারিখে হওয়ার কথা। এই অবস্থায় এখন তারা আর গ্রামের বাড়ি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মাসুদুজ্জামান জানান, তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। কারখানা ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দিলে গত ২৭ মার্চ স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার ও শুক্রবার তাদের ফোন করে কারখানা থেকে জানানো হয়- রোববার কারখানা খোলা থাকবে। কাজে যোগ দিতে একই এলাকার ১৪ জন মিলে ৭ হাজার টাকায় একটি মাইক্রোবাস ভাড়া করে শনিবার দুপুরে গ্রামের বাড়ি থেকে রওনা হন। এসে পৌঁছান রাতে। তাদের দুইজনের ভাড়া দিতে হয়েছে এক হাজার টাকা। অন্য সময় ভাড়া লাগে ৪০০ টাকা।

তিনি বলেন, ছুটির বাড়ানোর এই সিদ্ধান্ত দু-এক দিন আগে হলে ভালো হতো। তাদের কষ্ট করে আসতে হতো না।

মাসুদুজ্জামানের কারখানায় বেতন হয় প্রতিমাসের ১০ তারিখে। যদিও এ মাসে নির্ধারিত তারিখে হবে কিনা তিনি জানেন না।

তিনি জানান, স্ত্রীর কারখানায় বেতন হয় ৭ তারিখে। তার স্ত্রীকে কারখানা থেকে জানিয়ে দিয়েছে আগামী ৭ তারিখে বেতন হবে।

সরকার সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। ছুটি আরো বাড়বে কিনা তা মাসুদুজ্জামানের জানা নেই। তবে সরকারের নির্দেশনা মেনে তিনি এবার বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন।


গাজীপুর/হাসমত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়