ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আত্মসমর্পণকারী ৯৬ জলদস্যুর পরিবারের হাতে প্রধানমন্ত্রীর অনুদান

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৩, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আত্মসমর্পণকারী ৯৬ জলদস্যুর পরিবারের হাতে প্রধানমন্ত্রীর অনুদান

কক্সবাজার মহেশখালী উপজেলায় আত্মসমর্পণকৃত ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারাবারির পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৯৬ লাখ টাকার  অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষ থেকে এ চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন ও জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক।

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে এতে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বক্তব্য রাখেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে এই অর্থিক অনুদানের চেক বিতরণ করা হয় বলে আয়োজকরা দাবি করেন।

গত বছরের ২৩ এপ্রিল আত্মসমর্পণ করেন ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারবারি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা বিচারাধীন থাকায় তারা এখন কারাগারে রয়েছেন।

 

কক্সবাজার/রুবেল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়