ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জব্বারের বলীখেলা স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০১, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জব্বারের বলীখেলা স্থগিত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে খেলার ১১১তম আসর এবং ৪ দিনব্যাপী বৈশাখী মেলা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন।

আগামী ২৫ এপ্রিল চট্টগ্রামের লালদিঘীর ময়দানে বলীখেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

আয়োজকরা জানান, ১৯০৯ সালে ব্যবসায়ী আবদুল জব্বারের মাধ্যমে কুস্তি প্রতিযোগিতার সূচনা হয়। সেই থেকে চট্টগ্রামের লালদিঘীর ময়দানে জব্বারের বলীখেলা নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

সর্বশেষ গত বছরের ২৫ এপ্রিল বলীখেলার ১১০তম আসর অনুষ্ঠিত হয়। ওই আসরে চ্যাম্পিয়ন হন কুমিল্লার শাহজালাল বলী।

পরবর্তীতে কখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আয়োজকরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

 

চট্টগ্রাম/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়