ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারত থেকে ফিরলেন ৪৪ জন, থাকবেন বেনাপোলে কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারত থেকে ফিরলেন ৪৪ জন, থাকবেন বেনাপোলে কোয়ারেন্টাইনে

ভারতে লকডাউনে আটকেপড়া বাংলাদেশিদের মধ্য থেকে বিশেষ ব্যবস্থায় আরো ৪৪ জন বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

ফিরে আসা এসব ব‌্যক্তি সরাসরি বাড়ি যেতে পারবেন না। তাদেরকে প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত বেনাপোলের দুটি কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। কোয়ারেন্টিন সেন্টার দুটি হলো- বেনাপোল পৌর এলাকার বিয়েবাড়ি কমিউনিটি সেন্টার ও ট্রাক টার্মিনাল।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ৪৪ জনকে ওই দুটি সেন্টারে রাখা হয়। তাদেরকে ১৪ থেকে ২০ দিনের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

এ নিয়ে গত তিন দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৬০ জন দেশে ফিরলেন।

করোনাভাইরাস সংক্রমণরোধে ভারতে চলমান লকডাউনে আটকা পড়েন এসব বাংলাদেশি। চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে গিয়েছিলেন তারা।

ফিরে আসা বাংলাদেশিরা জানান, এখনো বহু বাংলাদেশি সেখানে আটকা আছেন। সেখানে কষ্টে দিন কাটছে তাদের।

 

রিটন/বকুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়