ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চট্টগ্রামে করোনা আক্রান্ত যুবকের ৭৪ সহকর্মী কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে করোনা আক্রান্ত যুবকের ৭৪ সহকর্মী কোয়ারেন্টাইনে

চট্টগ্রাম মহানগরীতে করোনা আক্রান্ত হওয়া দ্বিতীয় ব্যাক্তি ২৫ বছর বয়সী তরুণের কর্মস্থলের সকল সহকর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে তার কর্মস্থল নগরীর খুলশি এলাকার সুপারশপ ‘বাস্কেট’।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সোমবার দুপুরে রাইজিংবিডিকে এসব বিষয় নিশ্চিত করেন।

চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম একজন ৬৭ বছর বয়সী ব্যাক্তির শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ওই ব্যাক্তির ছেলে ২৫ বছর বয়সী যুবকের দেহেও করোনা ধরা পড়ে গতকাল রোববার রাতে। এই যুবক কাজ করতেন নগরীর খুলশিতে অবস্থিত বাস্কেট সুপারশপে। করোনা শনাক্তের তিন দিন আগেও এই যুবক কর্মস্থলে ছিলেন। এই ঘটনা নিশ্চিত হয়ে প্রশাসন তৎপর হয়ে বাস্কেট সুপারশপটি পুরোপুরি লকডাউন করে এটি বন্ধ করে দেয়। একই সঙ্গে এই প্রতিষ্ঠানে কর্মরত করোনা আক্রান্ত যুবকের ৭৪ জন সহকর্মীর সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়।


চট্টগ্রাম/রেজাউল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়