ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গরম পানি ছুড়ে গ্রাম পুলিশকে ঝলসে দিলেন চা-বিক্রেতা

নাটোর সংবাদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গরম পানি ছুড়ে গ্রাম পুলিশকে ঝলসে দিলেন চা-বিক্রেতা

করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রচারণা চালাতে গিয়ে চা দোকান বন্ধ করতে বলেছিলেন গ্রাম পুলিশ সাজেদুল ইসলাম।

দোকান বন্ধ করা তো দূরের কথা উল্টো ওই গ্রাম পুলিশের গায়ে গরম পানি ছুড়ে মারেন দোকানি মো. রাকিব। এতে ওই গ্রাম পুলিশের শরীর ঝলসে গেছে।

নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে রোববার (৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চা দোকানি রাকিবকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর বাজারে চা দোকান খোলা থাকায় তা বন্ধ করতে বলেন গ্রাম পুলিশ সাজেদুল। দোকানি রাকিব দোকান বন্ধ না করে গ্রাম পুলিশকে গালমন্দ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চা দোকানি রাকিব ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশের গায়ে গরম পানি ছুড়ে মারেন। এতে তার শরীর ঝলসে যায়।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চা দোকানিকে আটক করেছে। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।’


আরিফুল ইসলাম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়