ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে ফ্রি সবজির বাজার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ফ্রি সবজির বাজার

করোনা পরিস্থিতিতে দুর্দশাগ্রস্থ সাধারণ মানুষের পাশে দাড়াতে চট্টগ্রাম মহানগরীতে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ ফ্রি সবজি বাজার। নগরীর বাকলিয়াসহ কয়েকটি এলাকায় ঘুরে ঘুরে টাকা ছাড়া সাধারণ মানুষের হাতে সবজি তুলে দেওয়ার এই পদক্ষেপ লোক দেখানো কোন কার্যক্রম নয়। সবজি নেওয়ার সময় তোলা হয়না কোন ছবি। কে কী সবজি নিচ্ছেন, তা তাকিয়েও দেখা হয় না। তাই যে কোন শ্রেণির মানুষ এই বাজার থেকে ফ্রিতে সবজি নিয়ে যেতে পারছেন।

ফ্রি সবজি বাজারের আয়োজক চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আরশাদুল আলম বাচ্চু জানান, দেশ এখন একটা সঙ্কটময় পরিস্থিতি অতিক্রম করছে। অনেক মানুষ কর্মহীন চরম দুর্দশার মধ্যে রয়েছে। নিম্মআয়ের মানুষদের মধ্যে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান ত্রান বিতরণকালে ফটোসেশনের বা ছবি তোলার কারণেও অনেকে ত্রান সংগ্রহে আগ্রহী হন না। আবার সবাই চাল ডাল তেলসহ শুকনো ভোগ্যপণ্য বিতরণ করলেও সবজিকে ত্রাণ হিসেবে কেউ বিতরণ করেনা। এই পরিস্থিতিতে অনেক পরিবারের নুন্যতম সবজি কেনারও টাকা নেই। সার্বিক দিক চিন্তা করে এই ফ্রি সবজি বাজার চালু করা হয়েছে। বেশ কয়েকটি ভ্যান গাড়িতে লাউ, আলু, টমেটো, বাঁধাকপিসহ বিভিন্ন ধরনের সবজি নিয়ে এলাকায় এলাকায় চলে যাচ্ছে কর্মীরা। পরে এসব ভ্যান থেকে আগ্রহীরা তাদের প্রয়োজনীয় সবজি বিনামুল্যে সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছে। চলমান পরিস্থিতিতে ভ্রাম্যমাণ এই ফ্রি সবজির বাজার চালু থাকবে বলে আরশাদুল আলম বাচ্চু জানান।


চট্টগ্রাম/রেজাউল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়