ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনা নিয়ে গুজব ছড়ানোয় কলেজ শিক্ষক গ্রেপ্তার

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে গুজব ছড়ানোয় কলেজ শিক্ষক গ্রেপ্তার

নওগাঁয় করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে জাকিরুল ইসলাম (৪২) নামে এক কলেজ শিক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

জাকিরুল ইসলাম আত্রাই উপজেলার বান্দায়খাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক। 

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের উকিল পাড়া এলাকার  ভাড়া   বাসা   থেকে   তাকে   গ্রেপ্তার করে নওগাঁ থানা পুলিশ। জাকিরুল ইসলামের বাড়ি রাজশাহী জেলার   বাগমারা উপজেলার জিয়ান্দ পাড়া। তার বাবার নাম  ইয়াকুব আলী।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) রাকিবুল আক্তার জানান,  করোনাভাইরাস নিয়ে  গত ৫ এপ্রিল ফেসবুকে একটি   ইউটিউব   লিঙ্ক   শেয়ার   করেন   তিনি।   সেই   ভিডিওতে দেখানো হয় লক- ডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা, মেয়ে, ছেলেসহ পরিবারের সবাই আত্মহত্যা করেছে। এমন একটি ভুয়া তথ্য সমাজের ছড়ানোর দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।



সাজু/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়