ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মানবতার দৃষ্টান্ত কলেজছাত্রী রুশনী

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানবতার দৃষ্টান্ত কলেজছাত্রী রুশনী

মহামারী করোনাভাইরাসের এ দুর্যোগকালে অনেকেই মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন দ্ররিদ্র মানুষের দিকে। কেউ কেউ আবার এটাকে সেলফিবাজি করে নিজেকে জাহির করার একটা মাধ‌্য মনে করছেন। আবার কেউ আড়ালে থেকে মানবতার সেবা করে যাচ্ছেন।

তেমনই একজন হলেন কলেজছাত্রী তাসনুভা ইয়াসমিন রুশনী। তিনি তার নিজ এলাকায় দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে নিজের অর্থায়নে ত্রাণ বিতরণ করছেন। তবে তথাকতিত সেলফিবাজী করছেন না। কাউকে জানতেও দিচ্ছেন না কে এই সহায়তা দিচ্ছেন।

নিজের হাতে ত্রাণ দিলে লোকজন জেনে যাবে, এজন্য তিনি নিজেও দিচ্ছেন না। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

তাসনুভা ইয়াসমিন রুশনী বলেন, ‘আমি কলেজে পড়ি। আমার ফেসবুকের বন্ধুদের মাধ্যমে তাদের এলাকায় কিছু সাহায্য সহযোগিতা করছিমাত্র। সবাই ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন। এসব আমার ভালো লাগে না। তাই আমি ত্রাণদাতার পরিচয় গোপন রাখতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘আমি দৌলতপুর উপজেলার আড়িয়া ও খলিসাকুন্ডি এলাকায় প্রায় ৫০০ জনের কাছে নিজের অর্থায়নে ১০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ জন‌্য আড়াই লক্ষ টাকা বাজেট করেছি। আমার পরিবারের সহায়তায় এ বাজেট আরো বাড়ানোর চিন্তা করছি। ইতোমধ্যে চারটি গ্রামে চাল পৌঁছে দিয়েছি। আমার বরাদ্দকৃত চাল কম হলেও বিষয়টি ভালবাসার দৃষ্টিকোণ থেকে দেখাবেন আশা করি।’

আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর এলাকার আলমগীর হোসেন বলেন, ‘রুশনী ফেসবুকের মাধ্যমে আমাকে চাল দেওয়ার জন্য বলে। সে আমার এলাকার চাল বিতরণের জন্য ১০০ কেজি চাল দিয়েছে। ১০টি অসহায় পরিবারকে তা দেওয়া হয়েছে।’

খলিসাকুন্ডি এলাকার তানভীর আহম্মেদ জানান, রুশনি তাকে ৩০০ কেজি চাল দিয়েছে। ৩০টি পরিবারের মাঝে তা বিতরণ করতে বলেছে। কিছু দিয়েছি আর কিছু আছে। গরিব ও অসহায় মানুষকে এসব চালল দেওয়া হচ্ছে। তবে দাতার পরিচয় গোপন রাখা হচ্ছে।

আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আন্সারী বিপ্লব বলেন, ‘সমাজের এসব গরিব অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি অনান্যদেরও এগিয়ে আসতে হবে। রুশনী নামের একটি মেয়ে এই এলাকায় চাল দিয়েছে বলে শুনেছি। সে একটি মহোৎ উদ্যোগ গ্রহণ করেছে। আমি তার এ মহানুভবতাকে সাধুবাদ জানাই।’

 

কাঞ্চন কুমার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়