ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘চট্টগ্রামে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চট্টগ্রামে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি’

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে নতুন করে কোনো আক্রান্ত নেই। ইতিপূর্বে আক্রান্ত দুইজন চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা বেশ ভালো।

ফজলে রাব্বি জানান, এই মুহূর্তে চট্টগ্রামে ৫৮ জন হোম কোয়ারান্টাইনে আছেন। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন সাতজন।

এর আগে পরীক্ষায় চট্টগ্রামের একই পরিবারের দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়। তারা এখন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে ঢাকা আইইডিসিআর থেকে চট্টগ্রামের একজন করোনা আক্রান্ত বলে যে তথ্য দেওয়া হয়েছে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি পুরো পরিবার নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করেন। ঢাকাতেই তার করোনা পজিটিভ ধরা পরে এবং তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


চট্টগ্রাম/রেজাউল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়