ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জ্বর-সর্দি-কাশিতে যুবকের মৃত্যু, এলাকা লকডাউন

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জ্বর-সর্দি-কাশিতে যুবকের মৃত্যু, এলাকা লকডাউন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জ্বর, সর্দি, কাশি নিয়ে এক যুবকের (২২) মৃত্যু হয়েছে।

আতঙ্ক ছড়িয়ে পড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকাকে লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে এই যুবকের মৃত্যু হয়।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাড়ি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে।  

নিহতের প্রতিবেশী খলিল আহমেদ জানান, দেশের বিভিন্ন জায়গায় দিনমজুরির কাজ করতেন ওই যুবক। গত ছয় মাস আগে তারা তিনভাই একসঙ্গে সিলেটের একটি ইটভাটায় কাজে যান। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে গত ১৫ দিন আগে বাড়ি চলে আসেন। বাড়ি আসার পর তার শরীরে জ্বর, সর্দি কাশিসহ নানা রোগ দেখা দেয়। এরপর আজ রাতে হঠাৎ তার মৃত্যু হয়।  তার মৃত্যুতে এলাকাবাসী খুব আতঙ্কের মধ্যে আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, সকালে মেডিক্যাল টিম গিয়ে ওই নমুনা সংগ্রহ করবে। তারপর তাকে দাফন হবে। ওই পরিবারের সদস্যদের পারিবারিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে ওই এলাকাকে লকডাউন করা হয়েছে।


আল আমিন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়