ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলেটের তিন হাসপাতালে পিপিই দিলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০০, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটের তিন হাসপাতালে পিপিই দিলো ওয়ালটন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেটের তিনটি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশের ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল (সদর হাসপাতাল) এবং বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের জন্য ৫৪ সেট পিপিই দেওয়া হয়।

দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০ সেট পিপিই দেওয়া হয়। ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর (প্রডাকশন) প্রকৌশলী আপেল মাহমুদের কাছ থেকে হাসপাতালের পক্ষে ডা. ইব্রাহিম হোসাইন পিপিই গ্রহণ করেন। পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্রের কাছে ৭ সেট পিপিই হস্তান্তর করেন আপেল মাহমুদ।

বিকেলে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ সেট পিপিই দেওয়া হয়। হাসপাতালের পক্ষে ডা. এস এম শাহরিয়ার এসব পিপিই গ্রহণ করেন।

পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন- ওয়ালটনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রকৌশলী আশিকুল ইসলাম, সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রকৌশলী ফারহান সাদিক।

চিকিৎসক ও নার্সদের নিরাপত্তায় পিপিই দেওয়ায় ওয়ালটলকে ধন্যবাদ জানান ডা. এস এম শাহরিয়ার।

প্রকৌশলী আপেল মাহমুদ বলেন, ‘করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসকরা যাতে আক্রান্ত না হন, সেজন্য সারা দেশে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক-নার্সদের পিপিই দিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সিলেটের তিনটি হাসপাতালে পিপিই দেওয়া হলো।’

 

সিলেট/নোমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ