ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইন্দুরকানীতে এক ব্যক্তির নমুনা সংগ্রহ, এলাকায় আতঙ্ক

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দুরকানীতে এক ব্যক্তির নমুনা সংগ্রহ, এলাকায় আতঙ্ক

পিরোজপুরের ইন্দুরকানীর এক গ্রামে করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ঘটনায় এলাকাতে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজের করোনা সংক্রমন ইউনিটে পাঠায় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আমিনুল ইসলাম।

ডা. আমিনুল ইসলাম জানান, দুই দিন আগে ওই ব্যক্তির জর, সর্দি, শ্বাসকষ্ট দেখা দিলে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসককে দেখান। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে তাকে আইসোলেশনে থাকতে বলা হয়। কিন্তু ভয়ে ওই ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ইন্দুরকানী থানায় জানালে রাতেই পুলিশ ওই ব্যক্তিকে আটক করে বাসায় রাখে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ চিকিৎসকসহ ওই রোগীর বাসায় গিয়ে সব শুনে করোনা পরীক্ষার জন্য তাকে আবারো পিরোজপুর জেলা হাসপাতালে আনেন। এরপর চিকিৎসক তার নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজে পাঠায়। রিপোর্ট না আসা পর্যন্ত ওই ব্যক্তি ও তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এদিকে, এই বিষয়টি এলাকায় জানাজানি হওয়াতে মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।  

 

শুভ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়