ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিরাজগঞ্জে ন্যায্যমূল্যের ৬৫ বস্তা চাল জব্দ, আটক ৩

সিরাজগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে ন্যায্যমূল্যের ৬৫ বস্তা চাল জব্দ, আটক ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রম্মগাছা ইউনিয়নে দুস্থ ও হত-দরিদ্রদের সরকারি ন্যায্যমূল্যের ১০ টাকা কেজির ৬৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) ভোরে ওই চাল কালোবাজারের বিক্রির চেষ্টার সময় ডিলারের ছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

আটকরা হলেন— রায়গঞ্জের ব্রম্মগাছা ইউনিয়নের ডিলার নুর ইসলামের ছেলে মোজাফ্ফর হোসেন এবং তার সহযোগী হাচিল গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শফিকুল ইসলাম ও তার সহোদর শহিদুল ইসলাম।

ওসি মো. শহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকার দুস্থ ও হত-দরিদ্র লোকজন মৌখিক অভিযোগ করে। এর প্রেক্ষিতে চান্দাইকোনাতে অভিযান চালিয়ে চালসহ ওই তিনজনকে আটক করা হয়।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীমুর রহমান জানান, মঙ্গলবার রাতে এ সম্পর্কে অভিযোগ পেয়ে গোপনে সোর্স লাগানো হয়। পরে বুধবার ভোরে পাচারের সংবাদ পেয়ে পুলিশকে জানালে তারা ৬৫ বস্তা চালসহ ওই তিনজনকে আটক করে।

এটি সরকারি সম্পত্তি আত্বসাতের ঘটনা হওয়ায় তাৎক্ষণিকভাবে দুদক পাবনা আঞ্চলিক অফিসকে অবগত করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

রাসেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়