ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঢামেকে মারা যাওয়া কৃষক করোনা আক্রান্ত ছিলেন না

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেকে মারা যাওয়া কৃষক করোনা আক্রান্ত ছিলেন না

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সেই কৃষক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন।

নিহত কৃষক (৪৫) উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের বাসিন্দা ছিলেন।

ডা. মো. আল মামুন জানান, সোমবার সকালে ওই কৃষক জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আইসোলেশন ওয়ার্ডেই তার মৃত্যু হয়।

ওই কৃষকের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলে না।

 

রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়