ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তাবলিগফেরত ৪২ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাবলিগফেরত ৪২ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের টেকনাফে তাবলিগফেরত ৪২ ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টেইনে’ থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, বর্তমান সময়ে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা করোনা সংক্রমণ এলাকা হিসাবে ঝুঁকিপূর্ণ। তাই সেখানে তাবলিগ জামাত শেষে আসা ওই ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে একটা দিক ভাল, সেটি হচ্ছে তাদের শারিরিক অবস্থা ভাল।

পাশাপাশি একদিনে ৮ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজের করোনা টেস্ট ল্যাবে পাঠানো হয়েছে। এর আগে ১৬ জনের নমুনা পরীক্ষার মধ্যে ১১ জনের নেগেটিভ এসেছে। বাকিদের এখনও রির্পোট হাতে পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর জানান, গত কয়েকদিনে তাবলিগ জামাত শেষে অর্ধ-শতাধিকের বেশি মানুষ এলাকায় ফিরেছেন। তারই সূত্র ধরে, তাদের তালিকা তৈরি করে বুধবার দিনব্যাপী প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশের এক দল টেকনাফের ১০ গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সম্প্রতি সময়ে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লায় তাবলিগ শেষে ফিরে আসা ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হয়েছে। পাশপাশি এলাকায় করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্বকরণ, হাত ধোয়াসহ বিভিন্ন প্রচারবিলি চালিয়ে যাচ্ছে টহল দলটি।

৪২ জন হোম কোয়ারেন্টাইনে মধ্যে সাবরাং ইউনিয়নের ৩৩ জন বাকিরা টেকনাফ সদর ও পৌরসভার বাসিন্দা। এর মধ্যে বেশির ভাগই গেল এসএসসি পরীক্ষার্থী রয়েছে। এদিকে তাদের মধ্যে এক বৃদ্ধসহ তিন জনের নমুনা সংগ্রহ করেছে করোনা পরীক্ষার জন্য। তবে তাদের শতভাগ হোম কোয়ারেন্টাইনে নিশ্চিতে জনপ্রতিনিধিসহ চৌকিদারদের পাহারা দেওয়া হয়েছে।


রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়