ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নরসিংদী লকডাউন ঘোষণা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদী লকডাউন ঘোষণা

নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে এ ঘোষণা দেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে লকডাউন কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক ছাড়া জেলা ও উপজেলার অন্য সব রাস্তা দিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

লকডাউন চলাকালীন ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।

তবে ওষুধের দোকান, জরুরি সেবা, খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসাকেন্দ্র এর আওতাবর্হিভূত থাকবে। এ আদেশ অমান্য করলে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।


হানিফ মাহমুদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ