ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল জব্দ

নওগাঁ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল জব্দ

নওগাঁর আত্রাই উপজেলায় কালোবাজারে বিক্রির অভিযোগে খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) আত্রাইয়ের শাহাগোলা থেকে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম।

দেশের অন্যান্য স্থানের মতো আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। বুধবার শাহাগোলাতে এ চাল কেনা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৬ বস্তা (প্রায় ১০ মণ) চাল কেনেন স্থানীয় ব্যবসায়ী মো. শাহিন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারলে তিনি আইনের হাত থেকে বাঁচতে চালগুলো স্থানীয় একটি এতিমখানায় দান করেন। তারপরও তার শেষরক্ষা হয়নি।

আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম বলেন, বর্তমান সময় খুবই স্পর্শকাতর। খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। আমি চালগুলো জব্দ করেছি। ব্যবসায়ী শাহিনের বিরুদ্ধে মামলা করা হবে।


সাজু/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়