ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খাদ্য সহায়তার জন্য ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাদ্য সহায়তার জন্য ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ

বরগুনার তালতলী উপজেলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে খাদ্য সহায়তা দেওয়ার নামে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার শারিকখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ওই এলাকার একটি পরিবার খাদ্য সংকটে পড়েছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আনোয়ার খানকে জানালে বুধবার বিকেলে জাতীয় পরিচয়পত্রসহ তার বাড়িতে যেতে বলেন। দিনমজুর বাবা তার বিবাহিত মেয়েকে নিয়ে ইউপি সদস্যের বাড়িতে যান। তবে, ওই দিনমজুর ভুলে বাড়িতে পরিচয়পত্র ফেলে এসেছিলেন।

মেয়েকে ইউপি সদস্যের বাড়িতে রেখে তিনি জাতীয় পরিচয়পত্র আনতে নিজ বাড়িতে যান। এ সুযোগে ইউপি সদস্য ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় ওই তরুণীর স্বামী ইউপি সদস্যের বাড়িতে গিয়ে ঘটনা দেখে ফেলেন। ইউপি সদস্য আনোয়ার এই ঘটনা কাউকে না জানানোর জন্য উভয়কে নানা ধরনের ভয়-ভীতি দেখান। পরে বিষয়টি জানাজানি হলে মেয়েটির বাবা ও স্বামীকে এলাকাছাড়া করার, এমনকি হত্যারও হুমকি দেন ইউপি সদস্য।

মেয়েটির বাবা বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা করলে এলাকাছাড়া করার হুমকি দিয়েছে মেম্বার। আমি এর বিচার চাই।’

তবে আনোয়ার খান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।’

এ খবর প্রকাশ না করতে বিভিন্ন মাধ্যমে এ প্রতিবেদকের সাথে যোগাযোগের চেষ্টা করেন তিনি।

তালতলী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা বলেন, ‘খাদ্য সহায়তা দেওয়ার কথা বলে ধর্ষণ খুব দুঃখজনক। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

রুদ্র রুহান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ