ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে তাবলিগের ১৪ সদস‌্য

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে তাবলিগের ১৪ সদস‌্য

নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর কলাপাড়ায় আসা তাবলিগ জামাতের ১৪ জন সদস‌্য স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক। কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিরা কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা।

এর আগে বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে তারা মাইক্রোযোগে কলাপাড়ায় পৌঁছে উপজেলা প্রশাসনের নির্দেশে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যান। এদের মধ্যে ১০ জন টিয়াখালী ইউনিয়নের একটি মসজিদে ও ৪ জন পৌর শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভবনে রয়েছেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, ‘তাবলিগ জামাতের সদস‌্যদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে ফেরা তাবলিগ জামাতের ওই সদস‌্যদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে তারা কোয়ারেন্টাইনে আছেন।’

প্রসঙ্গত, ১৩ মার্চ তারা কলাপাড়া থেকে তাবলিগ জামাতের উদ্দেশ্যে ঢাকার কাকরাইলে যান। সেখান থেকে নারায়ণগঞ্জের ডেমরা থানার একটি মসজিদে অবস্থান নেন। বুধবার (৮ এপ্রিল) রাতে তারা কলপাড়ায় ফেরেন।


ইমরান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়