ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে ব্যাংক এশিয়ার ১৫ কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ব্যাংক এশিয়ার ১৫ কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে

চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাখার ব্যাংক এশিয়ার ১৫ কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। একই সাথে এতজন কর্মকর্তাকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানোয় ব্যাংকের আন্দরকিল্লা শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বুধবার (৯ এপ্রিল) তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। নগর পুলিশের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়া এক ব্যক্তি কয়েকদিন পূর্বে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় লেনদেন করতে গিয়েছিলেন। এ কারনে কর্মকর্তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, চট্টগ্রামের হালিশহর এলাকার যে বাসিন্দার দেহে করোনা শনাক্ত হয়েছে তিনি কয়েকদিন আগে লেনদেন করতে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখায় গিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যাংক কর্মকর্তাদের পুলিশের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়।

ফলে আজ বৃহস্পতিবার থেকেই কর্মকর্তারা ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন। এতে সাময়িকভাবে ওই ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।


রেজাউল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়