ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোপালগঞ্জে নিয়ম না মানায় সাড়ে ৫১ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪২, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে নিয়ম না মানায় সাড়ে ৫১ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক দূরত্ব না মানা, দোকান খোলা রাখা ও পরিবহন চালানোর দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পযর্ন্ত গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, মুকসুদপুর ও টুঙ্গিপাড়ায় অভিযান চালানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের নিয়ম না মানায় কাশিয়ানীতে ১৪ ব্যক্তিকে ২৮ হাজার ৩০০ টাকা, সদরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০ হাজার ২০০ টাকা, কোটালীপাড়ায় ১০ হাজার ২০০ টাকা, মুকসুদপুরে দুই হাজার টাকা ও টুঙ্গিপাড়ায় এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসব ঘটনায় মোট ৩০টি মামলা করা হয়েছে।

 

বাদল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়