ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৮৫ বস্তা চাল জব্দ

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৮৫ বস্তা চাল জব্দ

জামালপুরে কালোবাজারে বিক্রির সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৮৫ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে জামালপুর সদরের শাহবাজপুর ইউনিয়নের চিকারপাড়া এলাকায় এসব চাল জব্দ করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন জানিয়েছেন, শাহবাজপুর এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় চাল ব্যবসায়ী রফিকের বাড়ির সামনে তিনটি ইজিবাইক থেকে ৮৫ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় ওই এলাকার ডিলার লুৎফর রহমানসহ কালোবাজারি আসাদুল্লাহ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


জামালপুর/সেলিম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়