ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জামালপুরে ২০০ বস্তা চাল উদ্ধার, আটক ১

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৭, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামালপুরে ২০০ বস্তা চাল উদ্ধার, আটক ১

জামালপুরের বকশীগঞ্জে এক চাল ব্যবসায়ীর দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির দুইশ’ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী নূর কামালের দোকান থেকে চালের বস্তাগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত চাল জব্ধ করে বকশীগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম জামশেদ খন্দকার বলেন, ‘এনএসআই থেকে খবর পাই খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রের চাল নূর কামালের দোকানে নামানো হচ্ছে। বকশীগঞ্জ থানার ওসিকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিই। ওই দোকানে গিয়ে হাতেনাতে চালগুলো জব্দ করে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘প্রথমে অস্বীকার করলেও পরে এসব সরকারি চাল বলে স্বীকার করেন ব‌্যাবসায়ী নূর কামাল। তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) তার বিরুদ্ধে মামলা করবে দুদক।’

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, ‘আটককৃতের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

 

সেলিম আব্বাস/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়